সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, দুপুর ১:৫৩ সময়
পীরগগঞ্জে পরিবেশ ছাড়পত্র না থাকায় মন্ডল প্লাস্টিক কোম্পানীকে জরিমানা
মোস্তফা মিয়া,পীরগঞ্জ রংপুর থেকে:
রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাসপীর থিরার পাড়া এলাকায় গড়ে উঠা পরিবেশর জন্য ক্ষতিকর, একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হাসান।
অভিযোগ রয়েছে, ওই এলাকার জনৈক শামিম মিয়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত পরিবেশের জন্য ক্ষতিকর মন্ডল প্লাস্টিক এন্ড রাবার রিসাইক্লিং ওয়েল প্ল্যান্ট নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে টায়ার পোড়াচ্ছিলেন। এরই প্রেক্ষিতে ১৪ মে বিকাল ৩ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পীরগঞ্জ, রংপুর, অভিযান পরিচালনা করেন এবং এ সময় মন্ডল প্লাস্টিক এন্ড রাবার রিসাইক্লিং ওয়েল প্ল্যান্ট কে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১২ ধারা লংঘন করায় ১ লাখ টাকা অর্থদণ্ড করেছেন।